চীন সফরে বাণিজ্য ঘাটতি অনেকটা দূর হয়েছে: খলিলুর রহমান

অর্থ-বাণিজ্য ডেস্ক

মার্চ ৩০, ২০২৫, ০৫:৫৪ পিএম

চীন সফরে বাণিজ্য ঘাটতি অনেকটা দূর হয়েছে: খলিলুর রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের পর বাংলাদেশ-চীন বাণিজ্য ঘাটতি অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান। রোববার (৩০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

খলিলুর রহমান বলেন, “এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। পানি সম্পদ এবং শিল্পায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ড. ইউনূস আগামী ৫০ বছরে পানির যে চাহিদা, তা পূরণে প্রয়োজনীয় সহায়তা চেয়েছেন, এবং চীন তা দিতে আগ্রহী হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছেন, যা চীনা প্রেসিডেন্ট গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন। রোহিঙ্গা ইস্যুতে চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে।”

চীন সফরের ফলস্বরূপ বাংলাদেশ-চীন বাণিজ্য ঘাটতি অনেকটাই দূর হয়েছে উল্লেখ করে খলিলুর রহমান জানান, “এই সফরের মাধ্যমে আমাদের বাণিজ্য ঘাটতি অনেকটা কমে এসেছে। ১ বিলিয়ন আরএমবির একটি চুক্তি হয়েছে এবং তিস্তা প্রকল্প নিয়ে চীন আগ্রহ দেখিয়েছে।

Link copied!