অস্কারের দৌড়ে ভারতের প্রতিনিধিত্ব করা এবং দেশ-বিদেশে প্রশংসিত সিনেমা ‘লাপাতা লেডিস’ এখন চরম বিতর্কের মুখে। ছবিটির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ উঠেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘বোরখা সিটি’-এর গল্প নকল করা হয়েছে কিরণ রাও পরিচালিত এই ছবিতে। ফ্র্যাব্রিস ব্র্যাক পরিচালিত ওই ১৯ মিনিটের শর্টফিল্মের বহু দৃশ্যই ‘লাপাতা লেডিস’-এ হুবহু পুনরাবৃত্তি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বোরখা সিটি’-এর দৃশ্য ও ‘লাপাতা লেডিস’-এর দৃশ্যের তুলনামূলক ভিডিও ছড়িয়ে পড়েছে।
অস্কার প্রচারণার সময় নতুন নাম গত অক্টোবর মাসে অস্কারের জন্য যখন আমির খান ও কিরণ রাও যুক্তরাষ্ট্রে এই সিনেমার প্রচার শুরু করেন, তখন আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখে ছবির নাম পরিবর্তন করে রাখা হয় ‘লস্ট লেডিস’। অস্কারের জন্য মনোনীত হওয়া এই ছবির মৌলিকত্ব নিয়ে তখন কোনো প্রশ্ন উঠেনি, তবে এখন পরিস্থিতি বদলেছে। ‘দ্য স্কিন ডিরেক্টর’ নামে এক্স-এর একটি অ্যাকাউন্ট থেকে ‘বোরখা সিটি’-র কিছু ক্লিপ শেয়ার করে দাবি করা হয়েছে, কিরণের সিনেমাটি মূলত ২০১৯ সালের আরবি ছবির রিমেক।
তবে এটিই প্রথমবার নয়, এর আগেও ‘লাপাতা লেডিস’-এর বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ উঠেছিল। ভারতীয় পরিচালক অনন্ত মহাদেবন অভিযোগ করেন, তার ছবি ‘ঘুঙ্গট কে পট খোল’-এর অনুকরণ করা হয়েছে এই ছবিতে। যদিও সেই সময় কিরণ রাও দাবি করেছিলেন, তিনি মহাদেবনের ছবি দেখেননি। তার বক্তব্য ছিল, তিনি ছবির মাধ্যমে পিতৃতন্ত্রের বিরোধিতা ও নারীর ক্ষমতায়ন তুলে ধরতে চেয়েছেন।