এপ্রিল ২, ২০২৫, ০৫:১৪ পিএম
ভারত ও পাকিস্তান সীমান্ত। ছবি : সংগৃহীত
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ এপ্রিল) এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর অস্ত্রবিরতি লঙ্ঘন করে গুলি চালালে তারা পাল্টা জবাব দেয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র বরাত দিয়ে জানা গেছে, গত ১ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে কৃষ্ণা ঘাঁটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরদিন বিনা উস্কানিতে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায়।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২১ সালে ভারত ও পাকিস্তান এলওসি বরাবর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এ চুক্তির উদ্দেশ্য ছিল সীমান্তে শান্তি বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়ানো। তবে সাম্প্রতিক এ ঘটনা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।