ট্রাম্পের শুল্ক নীতি ও বৈশ্বিক অস্থিরতায় নতুন উচ্চতায় সোনা

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড: আউন্সপ্রতি ৩,১১৮ ডলার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২৫, ১২:৫৭ পিএম

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড: আউন্সপ্রতি ৩,১১৮ ডলার

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে সোনার দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেন, যা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্স (২.৪৩ ভরি) ৩,১১৮ ডলারে পৌঁছেছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার সন্ধ্যার পর থেকে এক আউন্স সোনার দাম আগের দিনের তুলনায় ০.৩ শতাংশ বেড়ে এই সর্বোচ্চ দামে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, সোনার এই মূল্যবৃদ্ধির পেছনে কেবল ট্রাম্পের নতুন শুল্ক নীতিই নয়, বরং মধ্যপ্রাচ্য ও ইউরোপের চলমান রাজনৈতিক অস্থিরতাও একটি বড় কারণ। তারা বলছেন, বিনিয়োগকারীরা বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময় নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন।

এ মাসের শুরুতেই প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ৩,০০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সোনার বাজারে আরও উর্ধ্বগতি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বাজার বিশ্লেষকরা।

Link copied!