মার্কিন শুল্ক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকারের প্রতিক্রিয়া: পুনর্বিবেচনায় আমদানি শুল্ক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২৫, ০১:৫৩ পিএম

মার্কিন শুল্ক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকারের প্রতিক্রিয়া: পুনর্বিবেচনায় আমদানি শুল্ক

শফিকুল আলম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৩৭ শতাংশ শুল্ক বৃদ্ধি করেছে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার আমেরিকা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় রাজস্ব বোর্ড (NBR) দ্রুত যুক্তিসঙ্গত শুল্ক নীতি নির্ধারণের বিকল্পগুলো চিহ্নিত করছে। তিনি বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে কাজ করছি।"

সরকার আশা করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনা এই শুল্ক সমস্যার সমাধানে সহায়ক হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশের রপ্তানি শিল্প বিশেষ করে পোশাক ও চামড়া খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় দ্বিপাক্ষিক আলোচনা ও নতুন বাজার অনুসন্ধানের প্রয়োজনীয়তা তুলে ধরছেন অর্থনীতিবিদরা।

Link copied!