এপ্রিল ৩, ২০২৫, ০২:২৮ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাস হয়েছে। বুধবার ১২ ঘণ্টার দীর্ঘ বিতর্কের পর বিলটির পক্ষে ২৮৮টি ভোট পড়ে, আর বিপক্ষে ভোট দেন ২৩২ জন সদস্য। আজ বৃহস্পতিবার বিলটি রাজ্যসভায় পেশ করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিজেপি সরকার শরিকদের সমর্থন নিশ্চিত করেই বিলটি লোকসভায় পেশ করে। তবে বিরোধীরা দাবি করেছে, এই বিল সংবিধানের পরিপন্থী এবং এটি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে।
বিশ্লেষকদের মতে, ভারতে রেলওয়ে ও সেনাবাহিনীর পরেই সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকফের আওতায়। নতুন আইন অনুযায়ী, ওয়াকফ সম্পত্তির ওপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থাকবে। এর ফলে সরকার যেকোনো ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করতে পারবে বলে আশঙ্কা প্রকাশ করেছে মুসলিম সম্প্রদায়।
সংখ্যালঘু বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু সংসদে বলেন, "দেশে ওয়াকফ সম্পত্তির সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে শুধু মুসলিম সম্প্রদায় নয়, গোটা দেশের উন্নয়ন সম্ভব।"
ভারতে বর্তমানে প্রায় ১০ লাখ একর ওয়াকফ সম্পত্তি রয়েছে, যা বিক্রি বা অন্য কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় না। প্রতিটি রাজ্যে ওয়াকফ বোর্ড এই সম্পত্তি পরিচালনার দায়িত্বে থাকে। নতুন আইনের মাধ্যমে এই ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।