ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার প্রশ্নই আসে না, কিছু বিষয় কখনোই বদলায় না: ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২৫, ১১:৪৯ এএম

ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার প্রশ্নই আসে না, কিছু বিষয় কখনোই বদলায় না: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের আগের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে হলে জেলেনস্কিকে রাশিয়ার কিছু শর্ত মেনে নিতে হবে।

স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। 

পোস্টে ট্রাম্প বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে প্রায় সঙ্গে সঙ্গেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন, অথবা লড়াই চালিয়ে যেতে পারেন। মনে রাখুন, এর শুরুটা হয়েছিল কীভাবে। ওবামার আমলে কোনো গুলি ছাড়াই ক্রিমিয়া চলে গিয়েছিল রাশিয়ার দখলে। আর ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার প্রশ্নই আসে না। কিছু বিষয় কখনোই বদলায় না!’

ট্রাম্পের এই মন্তব্যে ইঙ্গিত মেলে যে, সোমবার হোয়াইট হাউসে বৈঠকে জেলেনস্কি প্রবল চাপের মুখে পড়তে পারেন। তিনি যে দুইটি শর্ত উল্লেখ করেছেন তা হলো-ইউক্রেনকে ক্রিমিয়া ছেড়ে দিতে হবে এবং ন্যাটোতে না যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। সেগুলোই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূল দাবি।

ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন, হোয়াইট হাউসের বৈঠকে ট্রাম্প মূলত জেলেনস্কিকে পুতিনের শর্ত মানতে রাজি করানোর চেষ্টা করবেন। তবে তারা একই সঙ্গে জানতে চান, সম্ভাব্য শান্তি চুক্তিতে রাশিয়া কী ধরনের ছাড় দিতে পারে এবং যুক্তরাষ্ট্র ভবিষ্যতে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেবে।

রোববার আরও এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আগামীকাল হোয়াইট হাউসে বড় দিন। একসঙ্গে এত ইউরোপীয় নেতা আগে কখনো আসেননি। তাদের আতিথেয়তা করতে পারা আমার জন্য গর্বের বিষয়।’

Link copied!