কিম গো-ইউনের মানবিক সহায়তা: মিয়ানমারে ভূমিকম্প দুর্গতদের জন্য বড় অনুদান

শোবিজ ডেস্ক

এপ্রিল ৩, ২০২৫, ০৩:২০ পিএম

কিম গো-ইউনের মানবিক সহায়তা: মিয়ানমারে ভূমিকম্প দুর্গতদের জন্য বড় অনুদান

কোরিয়ান অভিনেত্রী কিম গো ইউন

মিয়ানমারে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা পাঠালেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কিম গো-ইউন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বুধবার (২ এপ্রিল) এই ঘোষণা দেয়। কোরিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী কিম গো-ইউন ৫০ মিলিয়ন ওন (প্রায় ৪২,০০০ মার্কিন ডলার) অনুদান দিয়েছেন।

এই অনুদানটি মিয়ানমারের মধ্য ও উত্তর অঞ্চলের জরুরি ত্রাণ কার্যক্রমে ব্যবহার হবে, যেখানে আহত শিশুদের জন্য খাদ্য, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং মনোসামাজিক সহায়তা কর্মসূচি (পিএসএস) প্রদান করা হবে। 

কিম গো-ইউন জানান, "অপ্রত্যাশিতভাবে মানুষের ঘরবাড়ি এবং প্রিয়জন হারানোর কথা শুনে আমার হৃদয় ভেঙে গেছে। আশা করি এই সমর্থন শোকাহতদের জন্য কিছুটা হলেও সান্ত্বনা বয়ে আনবে।"

গুড নেইবারসের বরাতে, কিম গো-ইউন আরও বলেন, "এটা ছিল খুবই কষ্টদায়ক খবর, এবং আমি আমার সর্বোচ্চ সাহায্য পাঠানোর চেষ্টা করেছি।"

কিম গো-ইউনের মানবিক কাজের ইতিহাস দীর্ঘ। ২০২০ সালে কোভিড মহামারি চলাকালে তিনি ১০০ মিলিয়ন ওন অনুদান দেন, এবং ২০২৩ সালে সিরিয়া ও তুরস্কে ভূমিকম্প দুর্গতদের জন্য ৩০ মিলিয়ন ওন সহায়তা করেছিলেন। তিনি নিজ দেশে সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্তদেরও সহায়তা দিয়েছেন।

Link copied!