মরিনিওর বিতর্ক থামছেই না: এবার প্রতিপক্ষ কোচের নাক টেনে দিলেন!

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ৩, ২০২৫, ০৮:৩১ পিএম

মরিনিওর বিতর্ক থামছেই না: এবার প্রতিপক্ষ কোচের নাক টেনে দিলেন!

জোসে মরিনিও। ছবি : সংগৃহীত

তুরস্কে যাওয়ার পর মনে করা হয়েছিল, ইউরোপের শীর্ষ লিগ থেকে সরে গিয়ে কিছুটা নীরব থাকবেন জোসে মরিনিও। কিন্তু ইতিহাস বলছে, এই পর্তুগিজ কোচ যেখানে যান, সেখানেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবারও তার ব্যতিক্রম হলো না। তুর্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে মরিনিওর দল ফেনারবাচ। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় মরিনিওর আচরণ—প্রতিপক্ষ কোচ ওকান বুরুকের নাকে খোঁচা মেরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি!

গতকাল ইস্তানবুল ডার্বির উত্তেজনাপূর্ণ ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে আগ্রাসী মনোভাব দেখা যাচ্ছিল। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ফেনারবাচ, যদিও বিরতির আগমুহূর্তে এক গোল শোধ করতে সক্ষম হয় তারা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে উত্তেজনা এতটাই বেড়ে যায় যে, পুলিশ পর্যন্ত মাঠে নেমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। অতিরিক্ত সময়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হলে রেফারি লাল কার্ড দেখান তিনজনকে, যার মধ্যে দুজনই ছিলেন গ্যালাতাসারাইয়ের।

এমন উত্তপ্ত মুহূর্তে মরিনিও এগিয়ে গিয়ে প্রতিপক্ষ কোচ ওকান বুরুকের নাকে খোঁচা দেন। ব্যস, সঙ্গে সঙ্গে নাটকীয়ভাবে মাটিতে লুটিয়ে পড়েন বুরুক, যা মুহূর্তেই ফুটবল বিশ্বে আলোচনার ঝড় তোলে।

এটাই প্রথম নয়, আগেও বিতর্কিত কাণ্ডে জড়িয়েছেন মরিনিও। ২০১১ সালে রিয়াল মাদ্রিদের কোচ থাকা অবস্থায় বার্সেলোনার সহকারী কোচ তিতো ভিলানোভার চোখে আঙুল দিয়ে দিয়েছিলেন তিনি। সম্প্রতি, ফেব্রুয়ারিতে গ্যালাতাসারাইয়ের সাইডবেঞ্চের আচরণ নিয়ে ‘বানরের মতো লাফাচ্ছিল’ মন্তব্য করায় বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এইসব বিতর্কেও মরিনিওর ক্যারিয়ার থেমে নেই, বরং ফুটবলবিশ্বে তিনি বরাবরের মতোই এক ‘শো ম্যান’, যার উপস্থিতি মানেই নতুন কোনো আলোচনার জন্ম।

Link copied!