এপ্রিল ৩, ২০২৫, ০৮:১৫ পিএম
ছবি : সংগৃহীত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল হোয়াইট হাউজের রোজ গার্ডেনে আয়োজিত ‘লিবারেশন ডে’ অনুষ্ঠানে তিনি সার্বজনীন ১০ শতাংশ আমদানি শুল্ক এবং নির্দিষ্ট দেশগুলোর জন্য পাল্টা (রিসিপ্রোকাল) শুল্ক আরোপের সিদ্ধান্ত জানান। তবে কিছু গুরুত্বপূর্ণ পণ্য এই শুল্কের বাইরে থাকছে, যা হোয়াইট হাউজের ফ্যাক্ট শিটে প্রকাশ করা হয়েছে।
ফ্যাক্ট শিট অনুযায়ী, ফার্মাসিউটিক্যালস (ওষুধ), সেমিকনডাকটর, কপার ও কাঠের তৈরি পণ্য নতুন শুল্কের আওতায় আসছে না। অর্থাৎ, এসব পণ্য শুল্ক ছাড়াই আমেরিকায় রপ্তানি করা যাবে।
এছাড়া, স্টিল, অ্যালুমিনিয়াম, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশও নতুন শুল্কের বাইরে থাকছে। তবে এগুলো সম্পূর্ণ শুল্কমুক্ত নয়, কারণ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প ইতোমধ্যেই এসব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা এখনও বহাল রয়েছে।
হোয়াইট হাউজের নথি অনুযায়ী, সোনাও নতুন শুল্কের আওতার বাইরে থাকবে। তাছাড়া, আমেরিকায় স্বাভাবিকভাবে পাওয়া যায় না এমন কিছু খনিজ ও জ্বালানি পণ্যও শুল্কমুক্ত থাকছে।
শুল্ক কার্যকর হতে যাচ্ছে ৫ এপ্রিল থেকে, আর ৯ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন পাল্টা শুল্ক। তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসন চাইলে ভবিষ্যতে ছাড়ের তালিকায় থাকা পণ্যগুলোকেও শুল্কের আওতায় নিয়ে আসতে পারে, যা বৈশ্বিক বাজারে বড় পরিবর্তন আনতে পারে।