ছবি : সংগৃহীত
বিশ্বের ১১টি দেশে আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর সৌদি আরবের সর্বোচ্চ কর্তৃপক্ষ রোববার ঈদের দিন ঘোষণা করে।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও জর্ডানের নেতারা।
যেসব দেশে আজ ঈদ উদযাপন হচ্ছে সেগুলো হলো— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন (সুন্নি কর্তৃপক্ষ) ও ইরাক (কুর্দিস্তান আঞ্চলিক সরকার)।
অন্যদিকে, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, মিশর, সিরিয়া, ওমানসহ কয়েকটি দেশে আগামীকাল সোমবার ঈদ উদযাপিত হবে। তবে কিছু দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে ঈদ আগামী মঙ্গলবার পালিত হতে পারে।