জুলাই ৩০, ২০২৩, ০৮:২৩ পিএম
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ভারতের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। ভারতের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে আওয়ামী লীগ। কিন্তু যখনই বিরোধী দল বাংলাদেশের ক্ষমতায় এসেছে তখনই এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সংখ্যালঘুরা নৃশংসতার শিকার হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. হাছান মাহমুদ এসব কথা বলেছেন।
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠিত করেছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, তখনই দেশে ধর্মীয় সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উগ্রবাদী মনোভাব দেশকে অস্থিতিশীল করে তুলেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে। তাই যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তাহলে ঠিক আবারও এই বিষয়গুলোরই পুনরাবৃত্তি ঘটবে। যা ভারতকেও প্রভাবিত করবে।’
হাছান মাহমুদকে প্রশ্ন করা হয়, ‘সে ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বিনষ্ট হবে কি না?’ জবাবে তিনি বলেন, ‘অবশ্যই, এমনটা হবে। নিশ্চয়ই এটা হবে।’
চলতি বছরের শেষ দিকেই অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন। হাছান মাহমুদ দাবি করেন, নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে হিন্দু এবং দিন্দুত্ববাদ বিরোধী মনোভাব উসকে দিচ্ছে। তিনি আরও বলেন, ‘পক্ষান্তরে, আওয়ামী লীগ একটি ধর্মনিরপেক্ষ দল, যারা দেশে রাজনৈতিক স্থিতশীলতা এবং ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেছে।’
এ সময় হাছান মাহমুদ অভিযোগ করেন, পাকিস্তান যে জামায়াত এবং বিএনপিকে সহায়তা দিচ্ছে এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। তিনি বলেন, ‘পাকিস্তান বিএনপি এবং জামায়াতকে সহায়তা দিচ্ছে। গত নির্বাচনের আগেও তারা দেশটির কাছ থেকে টাকা নিয়েছে। এমনকি ১৯৯৯ সালের নির্বাচনের সময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কাছ থেকে বিএনপি টাকা নিয়েছিল সে বিষয়ে সংস্থাটির সাবেক প্রধান দেশটির আদালতে জবানবন্দি দিয়েছিলেন।’
এ বছরের নির্বাচনেও পাকিস্তানের হস্তক্ষেপের আশঙ্কা সরকার করছে কিনা—এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘যেহেতু তারা বিএনপির দোসর তাই তারা সব সময়ই আওয়ামী লীগের বিরুদ্ধে এমনটা করার চেষ্টা করেছে।’ এ সময় তিনি বলেন, ‘তবে আমরা পাকিস্তানের সঙ্গেও ভালো সম্পর্ক চাই। তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে।’
ঢাকা-বেইজিং উষ্ণ সম্পর্ক এবং ভারত-বাংলাদেশর সম্পর্কের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং ভারতের ভেতরে যে বন্ধন তা অন্য কোনো সম্পর্কের সঙ্গে তুলনীয় নয়। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ ভারত-বাংলাদেশ সম্পর্ক রক্তের বন্ধনে বাঁধা। এ সময় তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি হলো—সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। তাই আমাদের বিশ্বের সব দেশ—যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপের দেশগুলোসহ সব দেশের সঙ্গেই সম্পর্ক রয়েছে। তবে ভারতের সঙ্গে সম্পর্কটা ভিন্ন। এটি অন্য কোনো দেশের সঙ্গে তুলনীয় নয়।’