আল-জাজিরার প্রতিবেদন সরাবে ফেসবুক!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২১, ১১:১৪ পিএম

আল-জাজিরার প্রতিবেদন সরাবে ফেসবুক!

সম্প্রতি বাংলাদেশকে নিয়ে আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে যে প্রতিবেদন প্রচারিত হয়েছে তা নিজেদের প্লাটফর্ম থেকে সরিয়ে নিতে রাজি হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এছাড়া ইউটিউব থেকেও এই প্রতিবেদন সরানোর বিষয়ে কথা চলছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার বিকেলে বিটিআরসি কার্যালয়ে ‘অর্ধেক খরচে বাংলা ভাষায় এসএমএস সেবা চালু’র অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন, আদালতের নির্দেশনার কপি ফেসবুক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তারা আল জাজিরার রিপোর্টটি সরিয়ে নেবে।

তবে এদিন সন্ধ্যায় এ বিষয়ে এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, ওই প্রতিবেদনটি সরিয়ে নেওয়ার বিষয়ে তারা বিটিআরসির কাছ থেকে হাইকোর্টের লিখিত নির্দেশনা এখনও পাইনি। তাই এ বিষয়টি চূড়ান্ত কোন সিদ্ধান্তও ফেসবুক থেকে জানানো হয়নি।

বিটিআরসি’র ওই অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘আমরা ইচ্ছা করলে আল জাজিরার পেজ বন্ধ করে দিতে পারতাম। নীতিগত কারণে আমরা গণমাধ্যমের কোনো পৃষ্ঠা বন্ধ করি না, ওয়েবসাইট বন্ধ করি না। আল জাজিরার কাছ থেকে যখন এটি ইউটিউব ও ফেসবুকে প্রসারিত হতে শুরু করল, আমরা ফেসবুক ও ইউটিউবকে বলেই আসছিলাম, তোমাদের এটা হবে এবং সেটা সরানোর জন্য তোমাদের আমরা অনুরোধ করছি। আমরা একটা আদালতের রায় পেয়েছি এবং রায়টা আমরা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। এবং তাদের অনুরোধ করেছি, তারা আমাদের সাথে যে কথা বলেছিল, সেই কথাটা তারা রক্ষা করে। তারা এখন পর্যন্ত যেসব অপপ্রচার আছে, সেগুলো তারা সরিয়ে নেবে।’

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোবাইলে বাংলায় এসএমএস বা খুদে বার্তা খরচ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। গ্রামীণফোন ও টেলিটকের গ্রাহকেরা আজ থেকেই এই সুবিধা পাবেন। রবি ১৫ মার্চ ও বাংলালিংকের গ্রাহকেরা ৩১ মার্চ থেকে এই সুবিধার আওতায় আসবেন।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানসহ বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!