এবার বাংলাদেশি নারীর হিমালয়ের ‘ডোলমা খাং’ পর্বতচূড়া জয়

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৬, ২০২২, ১১:১৬ পিএম

এবার বাংলাদেশি নারীর হিমালয়ের ‘ডোলমা খাং’ পর্বতচূড়া জয়

হিমালয়ের দুর্গম পর্বতচূড়া হিসেবে পরিচি৬ত ডোলমা খাং জয় করলেন বাংলাদেশি নারী পর্বতারোহী শায়লা বিথী। গতকাল শনিবার সকাল ৮টা ২০ মিনিটে পর্বতচূড়ায় পৌঁছান তিনি। তিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের ৬ হাজার ৩৩২ মিটার উঁচু ডোলমা খাং পর্বতচূড়ায় পা রাখলেন।

রবিবার পর্বতচূড়া থেকে সফলভাবে নেমে নেপাল থেকে মুঠোফোনে একটি জাতীয় দৈনিককে এমন তথ্য জানান শায়লা।এবারের অভিযানের শিরোনাম ছিল, ‘দ্য ডোলমা খাং চ্যালেঞ্জ: ফিচার শায়লা বীথি অ্যান্ড জেডএম অ্যাকুয়াবোম্ব’।

গত ২৯ অক্টোবর অভিযানের উদ্দেশ্যে ঢাকা থেকে বিমানে নেপালের রাজধানী কাঠমান্ডু রওনা হন। ৩১ অক্টোবর কাঠমান্ডু থেকে ডোলমা খাংয়ের উদ্দেশে রওনা হন শায়লা বীথি। সেদিন চেট চেট নামের একটি এলাকা থেকে ট্রেকিং শুরু হয়। শায়লা বীথির সঙ্গে ছিলেন স্থানীয় এক শেরপা। তিন ঘণ্টার ট্রেকিংয়ের পর তাঁরা সিমিগাঁও নামের একটি গ্রামে পৌঁছান।

পরদিন সকালে আবারও শুরু করেন ট্রেকিং। পরের চার দিনে চুশা, চোডার গ্রাম হয়ে পৌঁছে যান বেদিং নামের একটি গ্রামে। সেখানেই ডোলমা খাং পর্বতের বেজক্যাম্প অবস্থিত। গতকাল হাইক্যাম্প হয়ে সকাল ৮টা ২০ মিনিটে ডোলমা খাংয়ের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান শায়লা বীথি।

শায়লা বীথি গণমাধ্যমকে জানান, ‘ডোলমা খাং পর্বতে এখন পর্যন্ত খুব বেশি অভিযান পরিচালনা হয়নি। সে কারণে আমাদের জন্য শীর্ষে আরোহণ করা খুবই কঠিন কাজ ছিল। অনেকখানি খাড়া পর্বত বেয়ে উঠতে হয়েছে। চূড়ার আগে খুবই সরু একটা রিজ লাইন পাড়ি দিতে হয়েছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। একটুখানি এদিক–সেদিক হলেই দুর্ঘটনা ঘটতে পারত।’

 

প্রসঙ্গত, শায়লা বীথির অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে নয়টি পর্বতাভিযান, ট্রেকিং ও ট্রেনিং। গত বছরের অক্টোবরে হিমালয়ের ৬ হাজার ১৮৯ মিটার উঁচু আইল্যান্ড পর্বতচূড়া জয় করেন শায়লা বিথী।

Link copied!