রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশের অর্থনীতি বিপর্যস্ত হলেও বাংলাদেশের অর্থনীতি গতিশীল ও নিরাপদ আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাসী উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহবানও জানান তিনি।
বৃস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে যশোরে বিএএফ একাডেমিতে বাংলাদেশ বিমানবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটিতে বার্ষিক এ কুচকাওয়াজ শুরু হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনো একটা যুদ্ধে জয়ী হওয়ার জন্য জনগণের আস্থা-বিশ্বাস একান্তভাবে দরকার। তাছাড়া আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরীতা নয়—এই নীতিতে আমরা বিশ্বাস করি। তারপরও দক্ষতার দিক থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের সব ধরনের উৎকর্ষতা বজায় রেখে আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে।’ এসময় তিনি যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান।
দেশ-মাতৃকার প্রতি ও দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ থাকতে হবে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু তার ভাষণেও বলেছেন যে, দেশ ও দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ সব থেকে গুরুত্বপূর্ণ।’ নবীন যারা আজকে কর্মস্থলে যোগ দেবে তাদের জন্য এই কথাটা প্রযোজ্য বলেও জানান তিনি।
দেশের অর্থনীতি নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অনেক কাজ আমরা করে যাচ্ছিলাম। তবে কোভিড-১৯, ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা, যার কারণে সারা বিশ্বব্যাপী মন্দা দেখা দিয়েছে। এই মন্দা থেকে আমরা যেন উত্তরণ ঘটাতে পারি সে বিষয়ে আমরা যথেষ্ট সজাগ। আমাদের অর্থনীতি এখনো গতিশীল আছে, নিরাপদ আছে সেটুকু অন্তত আমি বলতে পারি।’
এদিকে, বিকেল ৩ টার দিকে যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মূলত আসছে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের উন্নয়নের খবর তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেয়াসহ আগামীর উন্নয়নে নানা পরিকল্পনার কথাও তুলে ধরবেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুরো শহরে এখন সাজ সাজ রব। শেখ হাসিনার আগমণে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরাও। আওয়ামী লীগ নেতাদের দাবি, যশোরের জনসভা পরিণত হয়েছে জনসমুদ্রে। এরই মধ্যে জনসমাবেশ স্থল নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে পূর্ণ হয়ে গেছে।