জুলাই ৫, ২০২৫, ১১:৫২ এএম
কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, একটি মোবাইল ফোন চুরির সন্দেহ থেকেই হামলার সূত্রপাত।
নিহতরা হলেন—রুবি আক্তার (৫৩), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)।
হামলায় গুরুতর আহত হন পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮), যিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রুবি আক্তারের মেয়ে রিক্তা বেগম শুক্রবার রাতের দিকে বাঙ্গরা বাজার থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার পর শনিবার ভোরে সেনাবাহিনীর একটি দল মুরাদনগরের আকবপুর এলাকায় অভিযান চালায়। ক্যাপ্টেন আদিল শাহরিয়ারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—সবির আহমেদ (৪৮) এবং নাজিমউদ্দিন বাবুল (৫৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে এলাকায় তাদের প্রতি ক্ষোভ ছিল।
মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে আরও গ্রেপ্তার হতে পারে।