নভেম্বর ৮, ২০২২, ০৭:০৫ পিএম
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের কোনো ম্যান্ডেট নেই বলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সম্প্রতি রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে কিছু মানুষের আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা উদ্বেগের বলেও তিনি জানান।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোয়েন লুইস এসব কথা বলেন।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিনও বক্তব্য রাখেন।
জাতিসংঘের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী লুইস বলেন, ‘এটা (বাংলাদেশের নির্বাচন) নিয়ে আমি কথা বলতে পারি না। কারণ এ বিষয়ে জাতিসংঘের কোনো ম্যান্ডেট (অনুশাসন বা আদেশ) নেই। এটি সম্পূর্ণ রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের বিষয়। বাংলাদেশ সরকারের বিষয়।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে জাতিসংঘ কোনো মন্তব্য করতে পারে না। তবে বাংলাদেশ সরকার বা নিরাপত্তা পরিষদ চাইলে নির্বাচনে সহযোগিতা করতে পারে জাতিসংঘ।’
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আসা লাখো রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গোয়েন লুইস বলেন, ‘রোহিঙ্গাদের প্রতি আমরা সংহতি জানাই। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে জাতিসংঘ কাজ করছে। আমরা রোহিঙ্গা সঙ্কটের রাজনৈতিক সমাধান চাই। আমাদের উদ্যোগ অব্যাহত রেখেছি।’
বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে রোহিঙ্গা ইস্যু ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে মন্তব্য করে জাতিসংঘের এই আবাসিক সমন্বয়কারী আরও বলেন, ‘বৈশ্বিকভাবে অনেক ইস্যু প্রতিনিয়ত সামনে আসছে। আফগানিস্তান ইস্যুর পর সামনে এসেছে ইউক্রেন ইস্যু। এটি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সমস্যা বৈশ্বিক এজেন্ডাতে ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। তবে আমরা চেষ্টা করছি রোহিঙ্গা ইস্যুকে জিইয়ে রাখতে।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, ‘রোহিঙ্গাদের জন্য ডোনারদের দেওয়া ফান্ড থেকে জাতিসংঘের স্থানীয় অফিস ব্যবস্থাপনার জন্য মাত্র ৬ থেকে ৭ ভাগ ব্যয় করে থাকে। অবশিষ্ট অর্থ রোহিঙ্গাদের জন্য ব্যয় করা হয়।‘ এ ব্যয়ে স্বচ্ছতা রয়েছে বলেও তিনি জানান।