বেলুচিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৪, আহত ২০

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৯, ২০২৫, ০৩:৪৫ পিএম

বেলুচিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৪, আহত ২০

ছবি: সংগৃহীত

পাকিস্তানের অস্থির দক্ষিণপশ্চিমে এক বাজারের কাছে একটি গাড়িবোমা বিস্ফোরণে চারজন নিহত ও ২০ জন আহত হয়েছে।

সোমবার, ১৯ মে পাকিস্তান সরকারের এক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেন।

রোববার রাতে বেলুচিস্তান প্রদেশের আফগানিস্তান সীমান্তলাগোয়া কিল্লা আবদুল্লাহ শহরে এ গাড়িবোমা হামলা হয়, এতে কাছাকাছি অবস্থিত আধাসামরিক বাহিনীর ব্যবহার করা একটি ভবনের বাইরের দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার আব্দুল্লাহ রিয়াজ।

কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার না করলেও সন্দেহ বালুচ বিচ্ছিন্নতাবাদীদের ওপরই পড়ছে বলে জানিয়েছে এনডিটিভি। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্বাধীনতাকামী বালুচ সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রায়ই বেলুচিস্তানে, এমনকী অন্যান্য অঞ্চলেও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর নিয়মিত হামলা চালাতে দেখা যাচ্ছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ এ গাড়িবোমা হামলার নিন্দা জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Link copied!