জামিন পেলেন নুসরাত ফারিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২০, ২০২৫, ১১:৩০ এএম

জামিন পেলেন নুসরাত ফারিয়া

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে হত্যাচেষ্টার অভিযোগে কারাগারে পাঠানোর এক দিনের মাথায় নানামুখী আলোচনা-সমালোচনার মধ্যে জামিন পেলেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া।

মঙ্গলবার, ২০ মে সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান তার জামিনের আদেশ দেন বলে ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন জানান।

তিনি বলেন, “আমরা নুসরাত ফারিয়ার জামিন চেয়ে স্পেশাল পুটআপ জমা দিয়েছিলাম। আদালত শুনানি শেষে তাকে পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দিয়েছেন।

“আমরা এখন জামিননামা দাখিল করব। প্রত্যাশা করছি, তিনি আজই কারামুক্ত হতে পারবেন।”

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার এই অভিনেত্রীকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর গত দুদিন ধরেই নানা আলোচনা সমালোচনা চলছে, যাতে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। 

থাইল্যান্ডে যাওয়ার জন্য রোববার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটকে দেয়। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার সাব-ইন্সপেক্টর বিল্লাল ভূঁইয়া সোমবার সকালে ফারিয়াকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে ফারিয়ার পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

শুনানি শেষে আদালত ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন কিনা, আন্দোলনের পক্ষে ফেইসবুকে পোস্ট করেছিলেন কিনা সেই মর্মে প্রতিবেদন দাখিল করতে বলে। 

নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে বিচারক বলেন, ওই প্রতিবেদন পাওয়ার পর ২২ মে জামিনের বিষয়ে শুনানি হবে।

জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে গুলিবিদ্ধ এনামুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে ঢাকার সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন।

Link copied!