এনবিআরের কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার, মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৯, ২০২৫, ০৬:০২ পিএম

এনবিআরের কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার, মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে সংস্থাটির কর্মকর্তাকর্মচারিদের পঞ্চম দিনের মতো চলা কলম বিরতি প্রত্যাহার করা হয়েছে। সারা দেশে ৫ দিনের কর্মসূচী পালন শেষে সোমবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন তারা।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এই কলম বিরতিতে স্থবির হয়ে পড়েছে রাজস্ব কার্যক্রম। কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনে ব্যাহত শুল্কায়ন কার্যক্রম। এর প্রভাব পড়েছে পণ্য খালাসেও। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য খালাস নিতে না পারায় গুণতে হচ্ছে বাড়তি অর্থ।

আমদানিকারকরা বলছেন, জরুরি খাদ্যপণ্য সময়মতো খালাস না হওয়ায়, বাজারে সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ছে। এছাড়া রাজস্ব ও বৈদেশিক মুদ্রা আয় কমারও শঙ্কা করা হচ্ছে।

গত ১২ মে মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এতে আপত্তি জানিয়ে প্রজ্ঞাপন বাতিলের দাবি তোলেন আয়কর ও শুল্ক ক্যাডারের সদস্যরা।

পরদিন এনবিআরের আওতাধীন সব কার্যালয়ে কলম বিরতি কর্মসূচির পালনের সিদ্ধান্ত নেয় রাজস্ব কর্মকর্তারা। তবে, এ সময় আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি এবং এনবিআরের জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির বাইরে রাখা হয়েছিল।

অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার মাধ্যমে চলমান পরিস্থিতির যৌক্তিক সমাধান হবে বলে আশা করেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।

Link copied!