শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বাস মালিকরা গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ বাসমালিক সমিতি মঙ্গলবার (৩০ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
হাফ পাসের দাবিতে ২০ দিনের বেশি আন্দোলন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালনের পর মঙ্গলবার বাসমালিক সমিতি তাদের এই দাবি মেনে নিলেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বাস মালিক সমিতির সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন,“আমরা শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের কিছু শর্ত রয়েছে।”
তিনি আরও বলেন, “সুবিধা পেতে শিক্ষার্থীদের অবশ্যই ফটো আইডি কার্ড সঙ্গে রাখতে হবে, যেদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে সেদিন এটি কার্যকর হবে না।”
তবে হাফ পাসের সুবিধা শুধু রাজধানী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ঢাকার বাইরে শিক্ষার্থীরা এই সুবিথা পাবেন না বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল (১ ডিসেম্বর) থেকে বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর হবে। তবে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সময়ে অর্ধেক ভাড়া কার্যকর হবে।
এর আগে, শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ পাস বাস্তবায়নে পরিবহন নেতাদের সঙ্গে দুইবার বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই এসব বৈঠক শেষ হয়েছে। বৈঠকে উল্টো ভর্তুকি দাবি করেছেন বাসমালিকরা।
ওইসময় মালিক সমিতির নেতা এনায়েত উল্লাহ বলেছিলেন, ঢাকায় নগর পরিবহনের যে বাসগুলো চলে, তার মালিকদের ৮০ শতাংশই গরিব। তাই বাস মালিকদের ক্ষতিপূরণ বা ভর্তুকির বিষয়টি নির্ধারণ করেই হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিআরটিসি বাসে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দেয় যা বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। বিআরটিএ জানায়, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা সুবিধা পাবেন।
গত ২৬ নভেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিআরটিসির অর্ধেক ভাড়ার বিষয়ে শিগগিরই গেজেট প্রজ্ঞাপন জারি করা হবে।