চীন সফরে সেনাপ্রধান

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ১২:২৫ পিএম

চীন সফরে সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

ছয় দিনের সরকারি সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার সকালে তিনি চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সামরিক বাহিনীর ‘সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের’ লক্ষ্যে মতবিনিময় করবেন।

সফর শেষে আগামী ২৭ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধানের। 

Link copied!