দেশে ব্যাটারিচালিত অবৈধ থ্রি হুইলার ও ইজিবাইক চিহ্নিত করে সেগুলো অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবার রুলসহ এ আদেশ দেয়।
অবৈধ থ্রি হুইলার ও ইজি বাইকের অমাদানি, নির্মাণ ও চলাচল বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন ‘আইনগত কর্তৃত্ববহির্ভূত’ ঘোষণা করা হবে না— তা জানতে চাওয়া হয়েছে রুলে।
শিল্প সচিব, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ সচিব, সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।
আইনজীবী আতিক গণমাধ্যমকে বলেন, দেশে ৪০ লাখের বেশি থ্রি হুইলার ও ইজিবাইক চলছে। ব্যটারিচালিত এসব যান চলাচলের কোনো অনুমতি নেই। বুয়েট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। তাছাড়া অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে এসব ইজিবাইক বা থ্রি হিুইলারের ব্যটারি চার্জ দেওয়া হচ্ছে। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে।
এ আইনজীবী জানান, পরিবেশবান্ধব, সৌরবিদ্যুত দিয়ে চলে এমন একটি ইজিবাইক স্থানীয়ভাবে প্রস্তুত করে বাজারে আনতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়েছেন রিট অবেদনকারী। সে কারণে দেশে অনুমোদন ছাড়া যেসব ইজিবাইক বা থ্রি হুইলারগুলো চলছে, সেগুলো বন্ধের জন্যই এ রিট আবেদনটি করা হয়।
অবৈধ থ্রি হইলার, ইজিবাইকের আমদানি ও নির্মাণ বন্ধের জন্য গত ৯ ডিসেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং জাতীয় রাজস্ব বোর্ডর (এনবিআর) চেয়ারম্যানের কাছে আবেদন করেছিলেন রিট আবেদনকারী। হাই কোর্ট তা নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে বলেও জানান এ আইনজীবী।