সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৫:১০ পিএম

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

বৃহস্পতিবার, ২১ আগস্ট বেলা সাড়ে ৩টার দিকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কক্ষে এ বৈঠক শুরু হয়।

নির্বাচন প্রস্তুতির ধারাবাহিকতায় রোডম্যাপ নিয়ে ইসির বৈঠক চলার মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের এ বৈঠক হচ্ছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে দলের প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, ঢাকা মহানগর উত্তরের নায়েবে নায়েবে আমির ও কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কী নিয়ে আলোচনা হবে, তা বৈঠক শেষে জানাবেন বলেছেন জামায়াতের প্রতিনিধি দলের সদস্যরা।

এদিন নির্বাচনের কর্মপরিকল্পনা ঠিক করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন-ইসি।

এর আগে রোববার বিএনপি প্রতিনিধি দলও নির্বাচনী প্রস্তুতির সার্বিক অগ্রগতি জানতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছিল।

Link copied!