সিলেটে পৃথক দুটি এলাকা থেকে এক বৃদ্ধ ও এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে বাগবাড়ি বর্ণমালা পয়েন্টের শামসুদ্দিন কলোনি থেকে মুজিবুর রহমান (৬৫) এবং বাগবাড়ি মদিনা আবাসিক এলাকার কলোনি থেকে ঝর্না আক্তার স্বর্ণা (১৩) এর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, দুপুরে ঘরের ভেতরে গলায় দড়ি দেওয়া অবস্থায় মুজিবুরের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবারের সদস্যরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ঝর্নার মরদেহও তার ঘর থেকে উদ্ধার করা হয়। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বৃদ্ধ ও কিশোরীর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ওই বৃদ্ধ ও কিশোরী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিশোরীর মানসিক সমস্যা ছিল বলছে পরিবারে। তারপরও দুটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে।