নিম্ন আয়ের মানুষদের ঋণ সহায়তা দিতে ৫০০ কোটি টাকার তহবিল

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২১, ০৬:৪৯ পিএম

নিম্ন আয়ের মানুষদের ঋণ সহায়তা দিতে ৫০০ কোটি টাকার তহবিল

করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষদের সহায়তা ৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের উদ্যোক্তা ও পেশাজীবীদের মতো দরিদ্রদের কম সুদে ঋণ দিতে তহবিলটি গঠন করা হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের একটি প্রজ্ঞাপনে এসব জানানো হয়েছে।

এ তহবিল থেকে দরিদ্রদের সর্বোচ্চ ৭ শতাংশ সুদে কোনো জামানত ছাড়াই ঋণ দেওয়া হবে ৩ বছর মেয়াদে। বিশেষ সুবিধায় ১০, ৫০ ও ১০০ টাকা দিয়েই খোলা যাবে ব্যাংক একাউন্ট। এবং এসব ব্যাংক হিসাবধারীরাই এ তহবিল থেকে ঋণ পাবেন।

একজন গ্রাহককে সর্বোচ্চ ৫ লাখ টাকা এবং ২ থেকে ৫ জন সদস্যের দল হলে প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ ৪ লাখ টাকা করে দেওয়া হবে। ঋণ নেওয়ার সময় দুজন গ্রাহকের গ্যারান্টি দিতে হবে। তিন বছরের মধ্যে ঋণ শোধ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষদের অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনতেই এই তহবিল। আগামী ৫ বছর পর্যন্ত এই তহবিল কার্যকর থাকবে। তবে প্রয়োজনে তহবিলের তহবিলের আকার ও মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে

বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে এই ৫০০ কোটি টাকার জোগান দেওয়া হবে। এ তহবিলের আওতায় বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের ঋণ দিলে বাংলাদেশ ব্যাংক মাত্র ১ শতাংশ সুদে তাদের অর্থায়ন করবে। পক্ষান্তরে গ্রাহকদের কাছ থেকে ব্যাংকগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদ নিতে পারবে। তবে কোন ব্যাংক চাইলে ৭ শতাংশেরও কম সুদ নিতে পারবে।

এ তহবিল থেকে ঋণ পাবেন ক্ষুদ্র, অতিক্ষুদ্র, ভূমিহীণ কৃষক, দর্জি, চা দোকানদারসহ এমন স্বল্প আয়ের পেশাজীবীরা। স্কুল ব্যাংকিংয়ের আওতায় হিসাব খোলা যারা ঝরে পড়া ছাত্রছাত্রীরাও এ তহবিল থেকে ঋণ পাবেন।

প্রজ্ঞাপন জারির দিন থেকেই এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

Link copied!