রাজধানীবাসীর জন্য সরবরাহ করা পানির দাম সর্বোচ্চ শতভাগ বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াস) ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। গুলশান-বনানীর লোকজনের ভর্তূকির টাকায় পানি খাওয়াকে অযৌক্তিক বলেও তিনি মন্তব্য করেন। বুধবার রাজধানীর ওয়াসা ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওয়াসার এমডি বলেন, সরকার ভর্তুকি দেয়া থেকে সরে আসতে চাচ্ছে। এজন্য আমরা পানির দাম ১০০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছি। এখন সরকারের সিদ্ধান্ত অনুসারে কাজ করতে হবে।”
এসময় তিনি বলেন, “সারাদেশের মানুষের করের টাকায় সরকার ভর্তূকি দেয়। তাহলে শুধু রাজধানীবাসী ভর্তুকির সুবিধা পেতে পারেনা।”
সরকার ভর্তুকি কমাতে চায় উল্লেখ করে তাকসিম এ খান বলেন, “পানির উৎপাদন খরচ প্রতি ইউনিট ২৫ টাকা খরচ হয় , তবে গ্রাহকদের কাছ থেকে নেয়া হয় ১৫ টাকা করে। এ ক্ষতি কাটিয়ে উঠতে দাম বাড়াতে হচ্ছে।” এসময় তিনি প্রকল্পের জন্য নেওয়া ঋণের কথাও উল্লেখ করেন।
ভর্তুকি দিয়ে কোনো সংস্থা চলতে পারে না জানিয়ে ওয়াসা এমডি বলেন, “বিদ্যুৎ, গ্যাস সবকিছুর দাম বাড়ছে। দেশও উন্নত হচ্ছে। এজন্য পানির মানও বাড়াতে হবে।”
যে ভর্তুকি রয়েছে তা ধাপে ধাপে দাম বাড়িয়ে সমান করা হবে জানিয়ে তিনি আরও বলেন, “একবারে দাম বাড়ালে জনগণের ওপর বেশি চাপ পড়বে এ জন্য একবারে বাড়ানো হচ্ছে না। পুরোপুরি সমান হতে সময় লাগবে।”