অবশেষে পদ্মা সেতু প্রকল্পের সমাপ্তি

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ৩০, ২০২৪, ০৭:৩৮ পিএম

অবশেষে পদ্মা সেতু প্রকল্পের সমাপ্তি

পদ্মা সেতু

গত দেড় দশকজুড়ে সবচেয়ে আলোচিত পদ্মা সেতু প্রকল্প শুরু হয় ২০০৯ সালে। প্রায় ১৫ বছর ধরে চলমান এই প্রকল্প শেষ হচ্ছে আনুষ্ঠানিকভাবে রোববার (৩০ জুন)। এরই মধ্যে প্রকল্পের সব কর্মকাণ্ড গুটিয়ে নেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের অর্থায়ন থেকে সরে আসা, দুর্নীতির অভিযোগ এবং অবশেষে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ- নানা ধরনের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে নির্মীয়মান সেতুটি দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সংযোগ স্থাপন করেছে। দেশের বৃহত্তম সেতু এটি।

২০২২ সালের জুনে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। পরবর্তীতে রেল সংযোগ নির্মাণসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করা হয়। গত মার্চেই সব ধরনের কাজকর্ম শেষ হয়। পরের ৩ মাস কাগজপত্রে প্রকল্প সমাপ্তির কাজ চলার পর রোববার এটা শেষ হলো। বিষয়টি নিয়ে রোববার বিকেলে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, “আজ পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল। আমরা আনন্দিত যে সরকার আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছে, সেটা সফলভাবে শেষ করতে পেরেছি। সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে। পদ্মা সেতুর আনুষ্ঠানিকভাবে সমাপ্তি উপলক্ষে আগামী ৫ জুলাই পদ্মা সেতু পরিদর্শনের কথা রয়েছে।”

গত দেড় দশক ধরে ক্ষমতায় থাকা বর্তমান সরকারের নেওয়া সর্বোচ্চ অগ্রাধিকারের প্রকল্প ছিল পদ্মা সেতু। ২০০৯ সালে সেতু নির্মাণ প্রকল্প হাতে নেওয়ার পর একাধিকবার সংশোধন শেষে প্রকল্প ব্যয় ৩২ হাজার ৬০৫ কোটি টাকায় উন্নীত হয়েছে।

Link copied!