ভারতের পাশাপাশি আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৪, ২০২৩, ১১:৪৮ পিএম

ভারতের পাশাপাশি আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

সংগৃহীত ছবি

ভারতের পর আরও নয় দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে। 

এখন পর্যন্ত মোট ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে। আর আমদানি করা হয়েছে ৩ লাখ ৭৯ হাজার টন।

পাকিস্তান থেকে ১১ হাজার ৮২০ টন, মিশর থেকে তিন হাজার ৯১০ টন, চীন থেকে দুই হাজার ৪০০ টন, তুরস্ক থেকে দুই হাজার ১১০ টন, কাতার থেকে এক হাজার ১০০ টন, মিয়ানমার থেকে ২০০ টন, থাইল্যান্ড থেকে ৩৩ টন, নেদারল্যান্ডস থেকে চার টন ও ইউনাইটেড আরব আমিরাত থেকে তিন টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে। 

বাকি সব অনুমতি দেয়া হয়েছে ভারত থেকে আমদানির। অনুমতি দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শনিবার (১৯ আগস্ট) ভারত পেঁয়াজ রপ্তানির উপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। এই খবর প্রচারিত হওয়ার পর থেকে দেশের বাজারে পেঁয়াজের দাম হুড়হুড় করে বাড়তে থাকে। এরই প্রেক্ষিতে বেসামাল পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সরকার আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিল।

Link copied!