বিশ্বের বৃহত্তম হীরার বাণিজ্যকেন্দ্র এখন ভারতে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৩, ০৩:১৭ পিএম

বিশ্বের বৃহত্তম হীরার বাণিজ্যকেন্দ্র এখন ভারতে

ছবি: সংগৃহীত

ভারতে চালু হলো বিশ্বের বৃহত্তম হীরার বাজার। এর আগে ১৯৩৭ সালে স্থাপিত ইসরায়েলের রামাত-জান এলাকায় স্থাপিত ডায়মন্ড ক্লাব সবচেয়ে বড় ও পেশাদার বাজার ছিল এত দিন।

রবিবার (১৭ ডিসেম্বর) গুজরাটে ‘সুরাট ডায়মন্ড বোর্স’ নামে বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিশ্বে হীরা ব্যবসার সবচেয়ে বড় ও আধুনিক কেন্দ্র এটি। ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত এ বাণিজ্য কেন্দ্রটি হিরা ও গয়না বাণিজ্যের জন্য তৈরি হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সাড়ে ৪ হাজারেরও বেশি অফিস সংযুক্ত অবস্থায় থাকার কারণে ডায়মন্ড বোর্সটি বিশ্বের সবচেয়ে বড় অফিস কমপ্লেক্স। এখানে ভারতের বৃহত্তম কাস্টমস ক্লিয়ারিং হাউস আছে।

নবনির্মিত সুরাট ডায়মন্ড বোর্সটি কাটার, পালিশকারী এবং ব্যবসায়ীসহ ৬৫ হাজারেরও বেশি হিরা পেশাদারদের জন্য ‘ওয়ান-স্টপ গন্তব্য’ হবে।

ভবনটিতে সুরাট থেকে পলিশ করা হিরা কিনতে আসা ১৭৫ দেশের ৪ হাজার ২০০ ব্যবসায়ী স্থান সংকুলানের ব্যবস্থা রয়েছে। এই কেন্দ্রে অন্তর্ভুক্ত থাকবে— আমদানি-রপ্তানির জন্য একটি আধুনিক ‘কাস্টমস ক্লিয়ারেন্স হাউস’,একটি খুচরা গয়নার মার্কেট থাকবে, এবং আন্তর্জাতিক ব্যাংকিং এবং নিরাপদ ভল্ট সুবিধা।  

৩৫ দশমিক ৫৪ একর জমির ওপর ৩ হাজার ৪০০ কোটি রুপি খরচ করে এ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।

এসডিবি ওয়েবসাইট অনুসারে, এ কমপ্লেক্সটিতে ২০ লাখ বর্গফুট এলাকা জুড়ে একটি বিনোদন কেন্দ্র ও পার্কিং করার জায়গা রয়েছে এবং এটি পঞ্চতত্ত্বের ভিত্তিতে নির্মাণ করা হয়েছে।

এদিন মোদি সুরাট বিমানবন্দর উদ্বোধন করেন। তিনি বারানসির কাটিং মেমোরিয়াল স্কুল মাঠে বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশ নেন। এ ছাড়া আজ তিনি ১৯ হাজার ১৫০ কোটি রুপি মূল্যের বহুমুখী উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Link copied!