ঈদের মাস জুন-এ দেশে রেকর্ড রেমিট্যান্স এলো

বিশেষ প্রতিবেদক

জুলাই ২, ২০২৩, ০৮:০৮ পিএম

ঈদের মাস জুন-এ দেশে রেকর্ড রেমিট্যান্স এলো

ঈদ-উল-আযহা‍‍`র মাস সদ্য গত হওয়া জুন (২০২৩) এ প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে দেশে রেকর্ড পরিমান রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংক সুত্র জানায় ব্যাংকিং চ্যানেলেই এ মাসে রেমিট্যান্স এসেছে  ২২০ কোটি (২ দশমিক ২ বিলিয়িন) মার্কিন ডলারের কাছাকাছি।

বিগত তিন বছরে একক কোনও মাসে রেমিট্যান্স আয় এটি সর্বোচ্চ। এর আগে ২০২০ সালের জুলাই মাসে সর্বোচ্চ ২৬০ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় দেশে এসেছিলো।

গত বছরের (২০২২) জুন মাসে প্রায় ১৮৪ কোটি ডলার, ২০২১ সালের জুনে ১৯৪ কোটি ডলার এবং ২০২০ সালের জুনে এসেছিলো ১৮৩ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুন (২০২৩) মাসে আসা রেমিট্যান্স এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৭ লাখ ৮৫ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৪ কোটি ৬ লাখ ৬ হাজার ডলার, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫ লাখ ৬১ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোতে এসেছে ১০ কোটি ৯ লাখ ৪৯ হাজার মার্কিন ডলার।

মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা প্রায় ২০২ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছিলেন। এরপরের কয়েক দিনে তা বেড়ে ২১৯ কোটি ৯০ লাখ ডলারে দাঁড়ায়। আগের মাস মে (২০২৩) তে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ১৬ লাখ ডলার।

ব্যাংকাররা বলেছেন, ঈদ-উল-আযহা উপলক্ষে প্রবাসীরা দেশে থাকা তাদের পরিবার-পরিজনের কাছে বাড়তি অর্থ পাঠিয়েছেন। সাধারণত প্রতি ঈদের আগে দেশে অতিরিক্ত প্রবাসী আয় আসে।

কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র সরোয়ার হোসেন  বলেছেন রেমিট্যান্স বাড়ায় ডলারের সংকট কমে আসছে।

Link copied!