কনটেইনার ওঠানামায় রেকর্ড গড়লো চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩, ২০২২, ০৬:২১ পিএম

কনটেইনার ওঠানামায় রেকর্ড গড়লো চট্টগ্রাম বন্দর

কার্গো ব্যবস্থাপনায় রেকর্ড গড়েছে চট্রগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী ২০২১-২২ অর্থবছরে দেশের সবচেয়ে বড় এ বন্দরে ২০ ফুটের ৩২ লাখ ৫৫ হাজার ইউনিট কনটেইনার ওঠানামা করেছে। এসব কনটেইনারের মধ্যে আমদানী-রপ্তানীর কনটেইনার ছাড়াও খালি কনটেইনার ছিলো। প্রবৃদ্ধির হিসাবে এক বছরের ব্যবধানে এর পরিমাণ ৫ দশমিক ১১ শতাংশ। ২০২০-২১ অর্থবছরের ৩০ লাখ ৯৭ হাজার কনটেইনার ওঠানামা করে।

এসব কনটেইনারে যেসব পণ্য আমদানী করা হয়েছে তার মধ্যে বাণিজ্যিক পণ্য, নিত্যপণ্য, মেশিনের যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, শিল্পের কাঁচামাল আমদানী করা হয়। ওজনের দিক দিয়ে ১১ দশমিক ৮১ কোটি টনের কার্গো ২০২১-২২ অর্থবছরে বন্দরে ওঠানামা করে, যা গতবছরে ছিলো ১১ দশমিক ৩৭ কোটি টন। তার আগের বছর এ পরিমাণ ছিলো ১০ দশমিক ১৬ কোটি টন। এসময়ে বন্দরে জাহাজ নোঙ্গরের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

২০২১-২২ অর্থবছরে মোট ৪ হাজার ২শ ৩১টি জাহাজ বন্দরে ভেড়ে। আগের বছর এর সংখ্যা ছিলো ৪ হাজার ৬২টি। চিটাগং পোর্ট অর্থরিটির চেয়ারম্যান রিয়েল এডমিরাল মোহাম্মদ শাহজাহান বলেছেন, সামগ্রিকভাবে বন্দরে কনটেইনার ওঠানামার পরিমাণ বাড়ায় বৈদেশিক বাণিজ্যে গতি এসেছে যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতির জন্য সহায়ক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল সময়ে আমদানির পরিমাণ বেড়েছে ৪১ দশমিক ৪২ শতাংশ। অর্থের হিসেবে এর পরিমাণ ৬৮ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলার। এর আগের অর্থবছরে একই সময়ে আমদানীর পরিমাণ ছিলো ৪৮ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলার। দেশের ইতিহাসে এবারই প্রথম এত বিপুল পরিমাণে আমদানি হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে নানা ধরণের পদক্ষেপের কারণে বন্দরে কনটেইনার রাখার জায়গা বেড়েছে। মোহাম্মদ শাহজাহান জানান, গত দুই বছরের মধ্যে একদিনও বন্দর বন্ধ ছিলো না, যেটা সামগ্রিকভাবে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক।   

Link copied!