দুই প্রতিষ্ঠান ২ কোটি ৮০ লাখ রুপির এলসি খুলেছে

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১২, ২০২৩, ০১:১০ এএম

দুই প্রতিষ্ঠান ২ কোটি ৮০ লাখ রুপির এলসি খুলেছে

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ভারতের সাথে বাংলাদেশের রুপিতে দ্বিপক্ষীয় বাণিজ্য কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরই দুটি প্রতিষ্ঠান ২ কোটি ৮০ লাখ রুপির এলসি খুলেছে। বাংলাদেশ থেকে তানিম এগ্রো লিমিটেড ১ কোটি ৬০ লাখ রুপির রপ্তানি এলসি ও নিতা কোম্পানি লিমিটেড প্রায় ১ কোটি ২০ লাখ রুপির এলসি খুলেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, রুপিতে লেনদেন চালু হয়েছে। ইতিমধ্যে দুটি প্রতিষ্ঠানের এলসি খোলা হয়েছে।

জানা যায়, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে রপ্তানি ও আমদানি করার লক্ষ্যে এলসি খোলায় লেনদেন শুরু হল।

তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের মধ্যে বছরে ১৬ বিলিয়ন ডলারের মতো বাণিজ্য হয়। এর মধ্যে ২ বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশ রপ্তানি করে এবং ১৪ বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশ আমদানি করে। তবে রুপিতে লেনদেনের কারণে বাংলাদেশের কোনো লাভ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ব্যাপকভাবে ডলারের দাম বাড়তে থাকে। দেশের মধ্যে ডলার সংকট চরম আকার ধারণ করে। চাপ সামাল দিতে ডলারকে পাশ কাটিয়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করার উদ্যোগ নেওয়া হয়। এলক্ষ্যে মঙ্গলবার  থেকে ভারতীয় মুদ্রা রুপিতে লেনদেন শুরু হয়েছে।

এদিন বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় হাইকমিশনের যৌথ আয়োজনে রাজধানীর একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে বাণিজ্যের এই নতুন পদ্ধতি চালু করেছে।

Link copied!