পুঁজিবাজারে কোম্পানি আকারে আসছে রপ্তানিমুখী গার্মেন্টস

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২৩, ০৮:৩৭ পিএম

পুঁজিবাজারে কোম্পানি আকারে আসছে রপ্তানিমুখী গার্মেন্টস

আগামী ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে পোশাক রপ্তানিকারকদের পুঁজিবাজার থেকে প্রয়োজনীয় মূলধন সংগ্রহের সুবিধা দেওয়ার আলোচনা চলছে। 

এ লক্ষ্যে রবিবার (১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ-এর নেতৃত্বে ডিএসই ৫ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সাথে বৈঠক করেন ।

ফারুক হাসান দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, দেশের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে জিএসপি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানিকারকদের বাড়তি পুঁজি দরকার হবে। আর এজন্যই পুঁজিবাজারের কথা জোর দিয়ে বিবেচনা করা হয়েছে। 

তিনি বলেন, আজ ডিএসই প্রতিনিধিরা এসেছিল। আমরা আন্তরিকতার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আজ আমার সাথে বৈঠক হলো, এরপর আমি পোশাক রপ্তানিকারকদের সাথে এ বিষয়ে আলোচনা করব।

ফারুক হাসান বলেন, খুব শীঘ্রই ডিএসইর সাথে আমরা এ ব্যাপারে একটা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) করে নিব।

এদিকে, ডিএসই এক বিবৃতিতে জানায়, বৈঠকের উদ্দেশ্য ছিল লক্ষ্য অর্জনে ডিএসই এবং বিজিএমইএর মধ্যে সম্ভাব্য পারস্পরিক সহযোগিতা জোরদার করা।

ডিএসই জানায়, এই বৈঠকের প্রাথমিক লক্ষ্য ছিল ডিএসই-এর এডভাইজরি সার্ভিস প্রদানের মাধ্যমে ক্যাপিটাল মার্কেট প্ল্যাটফর্মে বিজিএমইএ সদস্য সংস্থাগুলোর অনবোর্ড করার জন্য বিদ্যমান সম্ভাবনাগুলোকে অন্বেষণ করা এবং সেগুলো সঠিকভাবে কাজে লাগানো।

বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষের মধ্যে অর্থায়নের সুযোগ, পরিবেশগত, সামাজিক এবং সুশাসন (ইএসজি) উদ্যোগ, ব্র্যান্ডিং কৌশল এবং ডিএসই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রিন রেডিমেড গার্মেন্টসের (আরএমজি) প্রচারসহ বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 

ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার বিজিএমইএ-এর সদস্য সংস্থাগুলোর পুঁজিবাজারে প্রবেশের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে পোশাক শিল্পের সমৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

তিনি পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষভাবে জোর দেন এবং বিজিএমইএ সদস্য সংস্থাগুলোকে উপকৃত করার জন্য কীভাবে ডিএসইর শক্তিশালী কাঠামোর সুবিধা নেওয়া যেতে পারে সে সম্পর্কে আলোকপাত করেন।

বিজিএমইএর সভাপতি জনাব ফারুক হাসান বিজিএমইএ পরিদর্শন করার জন্য এবং পুঁজিবাজারের অন্তর্নিহিত সুযোগের বিষয়গুলো তুলে ধরার জন্য ডিএসইর প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি ডিএসই এবং বিজিএমইএর মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ এবং ভাইস প্রেসিডেন্ট মিরান আলী,ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ছামিউল ইসলাম, ইস্যু মার্কেটিং, প্রমোশন অ্যান্ড ডেট মার্কেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডিজিএম সাইয়িদ মাহমুদ জুবায়ের, সিনিয়র ম্যানেজার মো. সাহাদাত হোসেইন, এক্সিকিউটিভ অফিসার জনাব মোহাম্মদ সোহেলুর রহমান ।

Link copied!