জানুয়ারি ৬, ২০২২, ০১:২৪ এএম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বুধবার (৫ জানুয়ারি) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে ‘ইআরএফ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান উদ্বেগ প্রকাশ করেন।
পোশাক মালিকদের এই সংগঠনের সভাপতি বলেন, “যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমরা উদ্বিগ্ন। তবে এখনও এ ইস্যুতে বায়ারদের কোনও অর্ডার স্থগিত কিংবা বাতিল হয়নি।”
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম সঞ্চালনায় ওই অনুষ্ঠানে ফারুক হাসান বলেন, “যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ব্যাপারে আমরা চিন্তিত। কিন্তু আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমরা আমাদের জায়গায় ঠিক আছি। তাদের সঙ্গে কীভাবে ফ্রেন্ডলি রিলেশন রাখতে পারি, সে চেষ্টা করছি।”
যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় মার্কেট উল্লেখ্ করে বিজিএমই সভাপতি বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। কোনও বায়ারকে হারাতে চাই না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমরা উদ্বিগ্ন। তবে করোনা ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে কিছু ইউরোপীয় বায়ার ডেলিভারি এক সপ্তাহ, কিংবা ১০ দিন পেছাতে বলেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও বায়ারের অর্ডার বাতিল হয়নি।”
বিভিন্ন দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিস্তার লাভ করছে উল্লেখ করে পোশাক মালিকদের উদ্দেশ্যে ফারুক হাসান আরও বলেন, “ দেশের পোশাক কারখানাগুলোতে যেন এই ভ্যারিয়েন্টের বিস্তার না হয়, সেজন্য আগেই সবাইকে সতর্ক হতে হবে। আমরা চাই না করোনার শুরুর দিকের মতো অবস্থা আবারও সৃষ্টি হোক।” নতুন এই ভ্যারিয়েন্ট মোকাবিলায় সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পোশাক মালিকদের আহবানও জানান তিনি।