আবাবও দাম পড়লো ডিজিটাল ক্রিপটো মুদ্রা বিটকয়েনের। মুদ্রার মান পড়ে ৩৪ হাজার মার্কিন ডলারের নিচে নেমে গেছে। গত বছরের নভেম্বরে এ মুদ্রার মান গিয়ে ঠেকে ৬৯ হাজার মার্কিন ডলারে। সেখানে থেকে প্রায় ৫০ শতাংশ দর হারালো বিশ্ব বাজারে বিপুল জনপ্রিয় ক্রিপটোক্যারেন্সি বিটকয়েন। সম্প্রতি ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ নানা কারণে বৈশ্বিক স্টক মার্কেটে পতনের ধারাবাহিকতার কারণে বিটকয়েনের মান পড়ে গেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
২ ট্রিলিয়ন মার্কিন ডলারের ক্রিপ্টোক্যারেন্সির বাজারের মধ্যে বিটকয়েনের বাজার ৬৫০ বিলিয়ন মার্কিন ডলারের মতো। ক্রিপ্টোক্যারেন্সি এক ধরণের ডিজিটাল মুদ্রা ব্যবস্থাপনা। এ ব্যবস্থায় মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে কোন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকে না। বাজারে বেশ কয়েকটি ক্রিপ্টোক্যারেন্সি প্রচলিত আছে, যার মধ্যে বিটকয়েন সবথেকে বেশি জনপ্রিয়। এরপরই রয়েছে ইথারিয়াম। গত সপ্তাহে ইথারিয়ামেরও মানও ১০ শতাংশ পড়ে গেছে। সাধারণত ক্রেতারা ক্রিপটো ক্যারেন্সিতে বিনিয়োগ বাড়ালে এ মুদ্রার মান বাড়ে, অন্যদিকে মান হারানোর ভয়ে মুদ্রা বিক্রি করে দিলে ক্রিপ্টো মুদ্রা বাজারে মান হারায়।
২০০৯ সাল জাপানি নাগরিক সাতোশি নাকামুতো বিশ্বে ক্রিপ্টোক্যারেন্সি চালু করেন। তখন অবশ্য এক বিটকয়েনের মান ছিলো শুন্য মার্কিন ডলার। এর দুই বছরের মাথায় এক বিটকয়েনের মান হয় ১ মার্কিন ডলার। এরপর থেকেই বাড়তে বাড়তে আজকের এই অবস্থানে এসেছে।