জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দ্রুততম সময়ে তিন দশক ধরে বন্ধ থাকা জাকসু সচলের জন্য নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিনেটররা। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে বার্ষিক সিনেট অধিবেশনে এ দাবি জানান সিনেটররা।
তিন দশক হয়নি জাকসু নির্বাচন
অধিবেশনে রেজিস্টার গ্রাজুয়েট প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, 'আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্লাটফর্ম জাকসু তিন দশক ধরে অচল হয়ে আছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই প্লাটফর্মটি দ্রুত সচল করার অনুরোধ করছি। বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, সিনেটরদের অনেকেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত নির্বাচনের দাবি জানিয়েছে। কিন্তু এর পূর্বে আমাদের রাজনৈতিক সহঅবস্থান নিশ্চিত করতে হবে। কারণ এই বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা এখনো ক্যাম্পাসে আসতে পারে না। ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। ছাত্রদলের সহাবস্থান নিশ্চিত না করে জাকসু নির্বাচন করা অযোক্তিক বলে দাবি করেন তিনি।
ছাত্রদলের অবস্থানের দাবি
সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, অত্যান্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। অনেকসময় ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে। তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলসহ সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
এর আগে, বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে দীর্ঘ ১০৯১ দিন পরে ৩৯তম সিনেট অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ।