পাঁচ শর্ত দিয়ে শিক্ষার্থীদের হাফ ভাড়ার প্রজ্ঞাপন জারি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২১, ০৭:২৩ পিএম

পাঁচ শর্ত দিয়ে শিক্ষার্থীদের হাফ ভাড়ার প্রজ্ঞাপন জারি

বেসরকারি মালিকানাধীন বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তের প্রেক্ষিতে রবিবার সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৩৪ (২) এ প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ৫টি শর্তে হাফ ভাড়া কার্যকর করার কথা বলা হয়েছে।

শর্তগুলো হলো-

১. শিক্ষার্থীদের জন্য ভাড়া বিদ্যমান ভাড়ার ৫০ শতাংশ কম হবে।

২. শিক্ষার্থীদের অবশ্যই স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ইস্যু করা ছবিযুক্ত হালনাগাদ বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার পাশাপাশি প্রয়োজনে হলে দেখাতে হবে।

৩.সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বেসরকারি বাসে চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থীরা এ হাফ ভাড়া দেওয়ার সুযোগ পাবে।

৪. শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনে এ হাফ ভাড়া প্রযোজ্য হবে না।

৫. দূরপাল্লার বাসে হাফ ভাড়া কার্যকর হবে না।

ঢাকা মহানগরে ১ ডিসেম্বর থেকে এবং অন্যান্য মহানগর মেট্রো এলাকায় ১১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হয়েছে বলে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, রাজধানী ঢাকায় চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি শুরু হয় শিক্ষার্থীদের হাফ পাস আন্দোলন। গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিসহ মোট পাঁচটি দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। গত ২০ নভেম্বর রাজধানীর আব্দুল্লাপুর, ফার্মগেট, মিরপুর. দনিয়াসহ পাঁচটি ভিন্ন ভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। আবদুল্লাহপুর, ফার্মগেট, মিরপুর, দনিয়াসহ বিভিন্ন জায়গায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) পক্ষ থেকে হাফ পাস আন্দোলনের দাবিগুলো লিফলেট আকারে বিলি করা হয়।

গত ২৫ নভেম্বর নটরডেমের শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হাফ পাস আন্দোলন আরও বেগবান হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার ও বাস মালিক সমিতি আলোচনায় বসে। পরে শিক্ষার্থীদের হাফ পাস ভাড়া দাবি মেনে নেয়।

Link copied!