ঢাবিতে সংস্কার কাজের সময় নির্মাণ শ্রমিক নিহত

সালমান ইবনে সাঈদ শাওন, ঢাবি প্রতিনিধি

জুলাই ৩, ২০২৫, ০৬:৩৩ পিএম

ঢাবিতে সংস্কার কাজের সময় নির্মাণ শ্রমিক নিহত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ক্যান্টিন সংস্কার করার সময় দেয়াল চাপা পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার, ০৩ জুলাই বিকেল ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দানী ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার নয়ানগর গ্রামে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দ্যা রিপোর্ট ডট লাইভকে বলেন, “ক্যান্টিন সংস্কারের কাজটি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল। কাজ চলাকালীন একটি দেওয়াল ভেঙে তার মাথায় পড়ে এবং তিনি সেখানে গুরুতর আহত হন। তাকে সাথে সাথে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশটি এখন ঢাকা মেডিকেলের মর্গে আছে এবং ময়না তদন্ত শেষে পরিবার আসলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি দায়িত্ব আছে। এবং আমাদের আইবিএ’র পরিচালক মহোদয় সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে কোনরকম সাহায্য সহযোগিতা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “নিহত শ্রমিকের ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের একটা দায়বদ্ধতা আছে। এরপরে আইবিএ’র পরিচালক মহোদয় আমাদের সাথে কথা বলবেন তার সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মাসুদ আলম জানান, “লাশটি বর্তমানে মর্গে আছে। আমরা শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি এবং লাশ হস্তান্তর ও ময়নাতদন্তের বিষয়টি তারা দেখবে।”

Link copied!