ছাত্রলীগের ৫ জনকে হল ছাড়ার নির্দেশকে তাদের কর্মফল বললেন ফুলপরী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১১:০০ এএম

ছাত্রলীগের ৫ জনকে হল ছাড়ার নির্দেশকে তাদের কর্মফল বললেন ফুলপরী

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নিগ্রহের ঘটনায় ছাত্রলীগ নেত্রীসহ ৫ জনকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী ফুলপরী খাতুন বলেছেন, ‘এটা তাদের কর্মফল। এটি ছাত্রলীগের ব্যর্থতা যে তাদের কর্মীরা এ ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত।’

ফুলপরী খাতুন তদন্ত কমিটির রিপোর্টের বিষয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন। সোমবার রাতে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

ফুলপরী বলেন, বিশ্ববিদ্যালয়ের তদন্ত রিপোর্টে কী আছে, সেটি আমি এখনো জানি না। তদন্ত রিপোর্ট ইতিমধ্যে আদালতে জমা হয়েছে, সেটি আমি শুনেছি। যেহেতু এটি আদালতের অধীনে রয়েছে, এজন্য এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তদন্ত কমিটির রিপোর্টের বিষয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলপরীকে নির্যাতনে অভিযুক্ত ৫ ছাত্রীকে হল ছাড়ার নির্দেশ দেওয়ার বিষয়ে তিনি বলেন, 'এটা আমাদের অর্জন। আমার সাথে যা হয়েছে, তা সবই আমি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিকে জানিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে, এটা তাদের (অভিযুক্তদের) কর্মফল।'

এ ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটিও ফুলপরীকে নির্যাতনের 'কিছু কিছু সত্যতা' পেয়েছে বলে জানিয়েছে। তাদের তদন্ত কমিটির প্রতিবেদন রবিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে ই-মেইলে পাঠানো হয়েছে।

ছাত্রলীগের তদন্ত বিষয়ে ফুলপরী বলেছেন, 'এটি ছাত্রলীগের ব্যর্থতা যে তাদের কর্মীরা এ ধরনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত।'

ফুলপরী বলেছেন, দরিদ্র বাবার স্বপ্নপূরণে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চাই। আমার সাথে ঘটে যাওয়া ঘটনায় আমি সাময়িকভাবে বিধ্বস্ত হলেও লেখাপড়ার আগ্রহ এতটুকু হারাইনি। তদন্তের প্রক্রিয়া শেষ হলে এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হলে দ্রুতই আমি ক্লাসে ফিরতে চাই। আবারও পুরো উদ্যমে লেখাপড়ায় ও আমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ফিরতে চাই।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ফাইন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপরী খাতুনকে সাড়ে ৪ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা ওই ঘটনা ঘটান।

পরে ১৫ ফেব্রুয়ারি ফুলপরী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট ও ছাত্র উপদেষ্টার কাছে ওই ৫ জনের বিরুদ্ধে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।

Link copied!