মালয়েশিয়ায় আটক ২৫২ বাংলাদেশি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২৩, ০১:৩৭ পিএম

মালয়েশিয়ায় আটক ২৫২ বাংলাদেশি

সংগৃহীত ছবি

বসবাসের বৈধ নথিপত্র না থাকাসহ নানা অভিযোগে ৪২৫ জন বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। তাঁদের মধ্যে ২৫২ জন বাংলাদেশি।

শনিবার (৫ আগস্ট) কুয়ালালামপুরের চেরাস শহরের তামান কোনাটের তিনটি ফ্ল্যাট থেকে তাঁদের আটক করা হয়।

শুক্রবার মধ্যরাতে ৮০ জন ইমিগ্রেশন অফিসার মোট ৬০০ জন দেশি-বিদেশি নাগরিকের কাগজপত্র চেক করেন এবং এর মধ্য থেকে যাদের কাগজপত্র নেই এমন ৪২৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। যার মধ্যে ৩৭২ জন পুরুষ এবং ৫৩ জন নারী রয়েছেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, গত শুক্রবার দিবাগত রাত একটার পর এই বিদেশি নাগরিকদের আটক করা হয়। তাঁদের অর্ধেকের বেশি বাংলাদেশি, ২৫২ জন। অন্যদের মধ্যে মিয়ানমারের ১০৮, ইন্দোনেশিয়ার ৩০, নেপালের ২০, পাকিস্তানের ৭, কম্বোডিয়ার ৪ ও ২ জন ফিলিপাইনের নাগরিক। যাদের বয়স ৮ থেকে ৫৪ বছরের মধ্যে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল বাদরিন মহসিন জানিয়েছেন, বসবাসের অনুমতির (পাস অথবা পারমিট) অপব্যবহার, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান, পরিচয় শনাক্তকরণ (আইডি) কার্ড না থাকা ছাড়াও বিভিন্ন অভিযোগে এই বিদেশিদের আটক করা হয়েছে।

শামসুল বাদরিন মহসিন বলেন, আমরা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেব।  যারা অবৈধভাবে মালয়েশিয়ায় থাকেন এবং এ দেশে অনৈতিক কার্যকলাপ পরিচালনাকারী বিদেশি নাগরিকদের সাথে আপস করব না। এ ছাড়া যারা এ অবৈধ অভিবাসীদের রক্ষা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে আটক ব্যক্তিদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে। ১৯৫৯ সালের অভিবাসন আইন, ১৯৬৬ সালের পাসপোর্ট আইন এবং ১৯৬৩ সালের অভিবাসনবিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এসব বিদেশিকে নিয়োগ ও প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

Link copied!