ওমানে বাংলাদেশি নিহত, হত্যার অভিযোগে আরেক প্রবাসী গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২৫, ০৪:০৪ পিএম

ওমানে বাংলাদেশি নিহত, হত্যার অভিযোগে আরেক প্রবাসী গ্রেপ্তার

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক বাংলাদেশি প্রবাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি) ওমানের স্থানীয় গণমাধ্যম টাইমস অব ওমানএর প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

হত্যাকাণ্ডটি ঘটেছে দক্ষিণ আল শারকিয়াহ গভর্নরেটের সুর উইলিয়াত এলাকায়। আরওপি জানিয়েছে, এই ঘটনায় আরেকজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে নিহত ব্যক্তির পরিচয় বা হত্যার পেছনে কী কারণ ছিল, তা এখনো প্রকাশ করা হয়নি। ঘটনায় ওমানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

এদিকে, ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা উইলিয়াতে মাদক চোরাচালানের অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রয়্যাল ওমান পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি তার ব্যক্তিগত গাড়িতে করে বিপুল পরিমাণ মদ বহন করছিলেন, যার উদ্দেশ্য ছিল চোরাচালান।

উল্লেখ্য, ওমানে মদ বহন চোরাচালান সংক্রান্ত আইন অত্যন্ত কঠোর এবং ধরনের অপরাধের জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে।

Link copied!