মসজিদে ঢুকে ফিলিস্তিনীদের ওপর ইসরাইলের হামলা, আহত ৬৭

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২২, ০২:১৫ পিএম

মসজিদে ঢুকে ফিলিস্তিনীদের ওপর ইসরাইলের হামলা, আহত ৬৭

জেরুজালেমের আল আকশা মসজিদে যখন ইসরাইলের সৈন্যরা প্রবেশ করে তখন ফজরের নামাজের জন্য মসজিদে অবস্থান করছিলেন ফিলিস্তিনের নাগরিকরা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা মসজিদে ঢুকলেই সংঘর্ষ বেধে যায়।  সংঘর্ষে ৬৭ জন ফিলিস্তিনী আহত হন। ইসরাইল বলেছে, সংঘর্ষ বাধানোর জন্য গত কয়েকদিন ধরে ফিলিস্তিনী নাগরিকরা যে ইট-পাথর জড়ো করেছিলো, মসজিদে সেগুলো সরাতে গিয়েছিলো পুলিশ। গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে টিয়ারগ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা গেছে পুলিশকে। অন্যদিকে পাল্টা জবাব হিসেবে পাথর ছুড়তে দেখা গেছে ফিলিস্তিনীদের। প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্টের জরুরি বিভাগ বলেছে, লাঠিচার্জ, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেডে আহত অন্তত ৬৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মসজিদের এক প্রহরির চোখে রাবার ‍বুলেট লেগেছে। পাথরের আঘাতে ইসরাইলী নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য আহত হয়েছে।  

ইহুদি এবং মুসলিম দুই ধর্মের মানুষের কাছেই পবিত্র জায়গা হিসেবে পরিচিতি জেরুজালেমে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। কয়েক দশক ধরে ইসরাইল ও ফিলিস্তিনীদের মধ্যে সংঘর্ষের কেন্দ্রবিন্দুও বলা হয়ে থাকে এই এলাকাকে। সম্প্রতি প্যালেস্টিনিয়ানদের হামলায় ইসরাইলের ভেতরে ১৪ জন নিহত হওয়ার পর থেকে সম্ভাব্য ইসরাইলী নিরাপত্তা বাহিনীর হামলার আশংকায় রয়েছে এখানকার বাসিন্দারা। এ ঘটনায় দখলকৃত পশ্চিমতীরে বড় ধরণের অভিযান চালিয়ে অনেক ফিলিস্তিনীকে গ্রেফতার করেছে ইসরাইলী বাহিনী। পশ্চিমতীরের জেনিন শহরে একদিন আগের সংঘর্ষে আহত ১৭ বছরের একজন শুক্রবার নিহত হয়েছেন বলে জানিয়েছে প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভিন্ন কথা। তিনি বলেছেন, কয়েকজন মুখোশপরা লোক ফিলিস্তিন এবং হামাসের পতাকা নিয়ে শুক্রবার সকালে মসজিদে প্রবেশ করে এবং পাথর জড়ো করতে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ মসজিদের ভেতরে ঢুকতে বাধ্য হয়। তবে নামাজ শেষ হওয়া পর্যন্ত পুলিশ বাইরে অপেক্ষা করে।

প্যালেস্টিনিয়ানরা বলছেন, মসজিদের বাইরে বিপুল সংখ্যাক সৈন্য মোতায়েন নতুন করে সংঘর্ষের উস্কানী ছাড়া আর কিছু নয়। মসজিদে হামলার প্রতিবাদে আজ শুক্রবার (১৫ এপ্রিল)  জুম্মার নামাজের পর বড় ধরণের বিক্ষোভ করতে পারে ফিলিস্তিনিরা। মসজিদে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে হামাস। ১৯৬৭ সালে যুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পশ্চিম তীরসহ কয়েকটি শহর জোর করে দখল নেয় ইসরাইল। প্যালেস্টাইনের পূর্ব অংশ জেরুজালেমকে রাজধানী করতে চান ফিলিস্তিনীরা। পশ্চিম তীর এবং গাজা উপত্যকা নিয়ে ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসছে ফিলিস্তিনী নাগরিকরা। যদিও ইসরাইলও রাজধানী নিয়ে একই দাবি করে আসছে।  

Link copied!