দেশে আবারও করোনা আক্রান্তে মৃত্যু ও সংক্রমণ বাড়ছে। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৬৩ জন এবং মৃত্যু হয়েছে দুই জনের। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ১৬ হাজার ৯৪৬ জন। এছাড়া মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, দেশে করোনার সংক্রমণ কি ছুটা ঊর্ধ্বগতি। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে ৩ হাজার ৩৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ৩৬৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৮৭। এর অর্থ হচ্ছে ১০০ জন সন্দেহভাজন ব্যক্তির মধ্যে ১০ জনের বেশি করোনায় আক্রান্ত।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৪৭ জন।
চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা শনাক্ত হয় ২০১৯ সালের শেষের দিকে। আর বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
জনস্বাস্থ্যবিদদের একটি অংশ বলছে, করোনার সংক্রমণ একেবারে শেষ হয়ে যাবে না। তবে করোনার উপসর্গের তীব্রতা কমে আসবে বলে আশা করা যায়। তাঁরা ধারণা করছেন, করোনা অনেকটা মৌসুমি জ্বর বা ইনফ্লুয়েঞ্জার মতো হয়ে পড়বে।