যুক্তরাষ্ট্রের ওহাইওর লিন্ডসে ও টিম পিয়ার্স দম্পতি ৩১ বছর ধরে সংরক্ষিত ভ্রূণ থেকে সন্তান জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। জুলাই মাসে জন্ম নেওয়া শিশুটির নাম থ্যাডেউস ড্যানিয়েল পিয়ার্স।
এটি মানব ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সংরক্ষণকৃত ভ্রূণ থেকে সফলভাবে জন্ম নেওয়া প্রথম শিশু। এর আগে ১৯৯২ সালে সংরক্ষিত ভ্রূণ থেকে ২০২২ সালে যমজ জন্ম নিয়েছিল।
দম্পতি সাত বছর ধরে সন্তান গ্রহণের চেষ্টা করলেও সফল হননি। পরে ৬২ বছর বয়সী লিন্ডা আর্চার্ডের কাছ থেকে ভ্রূণ গ্রহণ করেন। ১৯৯৪ সালে লিন্ডা ও তাঁর তৎকালীন স্বামী চারটি ভ্রূণ তৈরি করেন; একটি থেকে তার মেয়ের জন্ম হয়েছে, বাকি তিনটি সংরক্ষিত ছিল।
ভ্রূণগুলো সংরক্ষণে লিন্ডা নিয়মিত খরচ করতেন এবং পরে এগুলো দত্তক দিতে ‘নাইটলাইট ক্রিশ্চিয়ান অ্যাডপশন’ নামের সংস্থার সঙ্গে যুক্ত হন।
লিন্ডা জানান, তিনি এমন দম্পতি বেছে নিয়েছিলেন যারা যুক্তরাষ্ট্রে থাকেন এবং তিনি চান তার ভ্রূণ থেকে জন্ম নেওয়া শিশুরা দেশেই বড় হবে।
টেনেসির রিজয়েস ফার্টিলিটি আইভিএফ ক্লিনিক তাদের গর্ভধারণ ও প্রসব কার্যক্রম সম্পন্ন করেছে।
লিন্ডসে বলেন, তারা রেকর্ডের জন্য নয়, শুধুমাত্র সন্তান চেয়েছিলেন। শিশুর সঙ্গে তার মায়ের মিল খুঁজে পেয়ে তিনি আনন্দিত।