ছবি: সংগৃহীত
উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে।
মঙ্গলবার, ২২ জুলাই দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক মো. সায়েদুর রহমান।
এছাড়া সকল হাসপাতালে ভর্তি আছে ৬৯ জন। ঢাকা মেডিকেল থেকে ৩ জনকে নিয়ে আসা হয়েছে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং সিএমএইচ থেকে ৩ জনকে বার্ন ইন্সটিটিউটে নিয়ে আসার প্রস্তুতি চলছে। আহতদের মধ্যে ২ জনকে কেবিনে শিফট করা হয়েছে, ১০ জনকে শংঙ্কামুক্ত ঘোষণা করা হয়েছে এবং ৩০ জন এখনো বিপদমুক্ত হননি এবং এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, “সিঙ্গাপুর থেকে ডাক্তার নার্স ওনারা আসবেন। যদি তারা কাউকে পরীক্ষা করে বলে যে তাদেরকে পাঠাতে হবে তবে আমরা সে দায়িত্বটি নেবো।”
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেন, “ইতিমধ্যে এই হাসপাতালের সাথে যাদের এমওইউ আছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে তাদের একজন সিনিয়র কনসালটেন্ট দুইজন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন এবং আমরা আশা করি ওনারা আগামীকাল থেকে এই টিমে জয়েন করতে পারবেন।”
তিনি আরো বলেন, “সিঙ্গাপুর থেকে সিনিয়র কনসালটেন্ট ও নার্সেস টিম এসে আমাদের ইভ্যালুয়েশনের উপরে ইভালুয়েট করবেন। এখানে যে সুযোগ সুবিধা আছে সেটাতে চিকিৎসা করা সম্ভব হলে উনারা আরো জনবল নিয়ে আসবেন। যদি এমন কোন বিশেষ সুবিধা প্রয়োজন হয় যেটি আমাদের এই হাসপাতালে নেই সেটার জন্য উনারা পেশেন্ট শিফট করার সুপারিশ করলে সেটা করা হবে। ওনারা আজকে রাত্রে বারোটা থেকে একটার মধ্যে এসে পৌঁছাবেন।”
উল্লেখ্য, মঙ্গলবার, ২২ জুলাই দুপুর দুইটায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছিল বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ জন।