গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা-বোমাবাজি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৬, ২০২৫, ০২:৪১ পিএম

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা-বোমাবাজি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলা চালিয়ে ভাংচুর, বোমাবাজি হয়েছে।

বুধবার, ১৬ জুলাই বেলা দেড়টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা মিছিল করে এসে জয়বাংলা স্লোগান দিয়ে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় সমাবেশ মঞ্চে হামলা চালায় বলে এনসিপি নেতাকর্মীদের অভিযোগ।

এ সময় সেখানে কয়েকটি ককটেল ফাটানো হয় এবং সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুর করা হয়। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পুলিশ হামলাকারীদের বাধা দেওয়ার কোনো চেষ্টা করেনি বলেও এনসিপির অভিযোগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা যখন হয়, তখন বৃষ্টি চলছিল। সমাবেশমঞ্চে ছিলেন এনসিপির স্থানীয় নেতারা। কেন্দ্রীয় নেতারা পৌঁছালেই পুরোদমে সমাবেশের কার্যক্রম শুরুর জন্য তারা অপেক্ষা করছিলেন।

এ সময় খাল পার হয়ে এসে পৌরপার্কে সমাবেশস্থলে ঢুকে পড়ে ছাত্রলীগের একদল নেতাকর্মী। তারা বোমাবাজি করে আতঙ্ক সৃষ্টি করে একং সমাবেশ মঞ্চের ব্যানার ছিঁড়ে চেয়ার ও মাইক ভাঙচুর শুরু করে।

হঠাৎ আক্রমণে হতচকিত এনসিপি কর্মীদের অনেককে এ সময় দৌড়ে সরে যেতে দেখা যায়। তবে অল্প সময়ের মধ্যে তারা সামলে উঠে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

কিছুক্ষণ পর এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর পৌঁছালে সভামঞ্চে পুরোদমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ঘুরে বুধবার গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি।

এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর গোপালগঞ্জে পৌঁছানোর আগে সকালে সদর উপজেলার উলপুর এলাকায় ছাত্রলীগ কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেয় ও ভাঙচুর করে।

এ সময় সেখানে কয়েকজন পুলিশ সদস্য মারধরের শিকার হয় বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান।

এরপর বেলা ১১টার দিকে টেকেরহাট সড়কের কংশুর এলাকায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের গাড়িতেও হামলা হয়। এ সময় গাড়িচালক মইন আহত হন।

এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ শহরের পৌর পার্কে সমাবেশস্থলে পৌঁছানোর কিছুক্ষণ আগে বৃষ্টির মধ্যে সমাবেশ মঞ্চে হামলা হয়।

এর আগে সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

Link copied!