আগস্ট ৯, ২০২৫, ০২:৪৩ পিএম
ঢাকার মহাখালী এলাকায় মহাখালী ফ্লাইওভারের কাছে একটি দ্রুতগামী প্রাইভেটকার সড়ক বিভাজকে ধাক্কা দিলে সেটিতে আগুন ধরে যায়। এতে দুই ব্যক্তি নিহত হন এবং একজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
বনানী থানার উপ-পরিদর্শক মো. সিদ্দিক হোসেন জানান, শুক্রবার (৮ আগস্ট আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মহাখালী ফ্লাইওভারে ওঠার আগেই সড়ক বিভাজকে প্রাইভেটকারটি জোরে ধাক্কা লাগে এবং আগুন ধরে যায়।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
ঢামেকে নেওয়া এক ব্যক্তি রাতেই মারা যান, অন্যজন কুর্মিটোলা হাসপাতালে মৃত্যু বরণ করেন। পরে দুজনের মরদেহ ঢামেক মর্গে নেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।
সিদ্দিক হোসেন নিহতদের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলেও জানান। আহত একজনের হাসপাতালে অবস্থান সম্পর্কিত তথ্য এখনো জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার মাধ্যমে নিহতদের শনাক্তের চেষ্টা চলছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন, মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শীঘ্রই সম্পন্ন হবে।