মৌলভীবাজারের কমলগঞ্জে নিজের ঘর থেকে গলাকাটা অবস্থায় এক সাবেক ছাত্রদল নেতার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ এই ঘটনাকে হত্যা বলে মনে করছে। তবে নিহতের পরিবারের কেউ হত্যার কোনো কারণ জানাতে পারছেন না।
শনিবার সকালে রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে ২৮ বছর বয়সী রাফি আহমেদের লাশ পাওয়া যায়।
রাফি আহমেদ ছিলেন রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা এবং ছত্তার মিয়ার ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানা যায়, সকালে রাফি ঘুম থেকে উঠেননি। তাঁদের ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে খাটে রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।
মৌলভীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের হত্যার কারণ অনুসন্ধান চলছে।
কমলগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা শামিম আকনজি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে।