গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় গ্রেপ্তার ৭

জাতীয় ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ১১:৪৩ এএম

গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় গ্রেপ্তার ৭

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রাবিউল হাসান শনিবার জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে হত্যার কারণ জানা হবে এবং বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে।

গ্রেপ্তাররা হলেনহত্যার ‘মূলহোতা হিসেবে চিহ্নিত ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, সুমন, আল আমিন, স্বাধীন, মো. শাহ জালাল (৩২) ও মো. ফয়সাল হাসান (২৩)।

গাজীপুর সদরের ভবানীপুর থেকে ফয়সাল, গোলাপি ও সুমনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার উত্তরা তুরাগ এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করে বাসন থানা পুলিশ। গাজীপুর সদরের হোটাপাড়া থেকে স্বাধীনকে গ্রেপ্তার করে র‌্যাব।

ময়মনসিংহের গফরগাঁওয়ের চর মাসলন্দ মোরলপাড়া থেকে শাহ জালাল এবং গাজীপুর থেকে ফয়সাল হাসানকে গ্রেপ্তার করা হয়।

ফয়সাল হাসান এবং শাহ জালাল

৩৮ বছর বয়সী তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন। বৃহস্পতিবার রাতে চন্দনা চৌরাস্তা এলাকায় কুপিয়ে হত্যা করা হয় তাকে। পরে তার বড় ভাই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

তুহিনের স্ত্রী মুক্তা আক্তার, দুই ছেলে তৌকির (৭) ও ফাহিম (৩) রয়েছে। ওষুধ কোম্পানিতে চাকরির পর ২০১২ সালে সাংবাদিকতা শুরু করেন তিনি। গাজীপুরের ভাওয়াল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যার কারণ পরে জানানো হবে।

Link copied!